বোয়েসেলের মাধ্যমে রাশিয়ায় কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি (বিস্তারিত)

বোয়েসেলের মাধ্যমে রাশিয়ায় কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি

আমরা ইতিমধ্যে অনেকেই শুনেছি শীঘ্রই রাশিয়াতে বিপুল পরিমাণ কর্মী পাঠানো হবে বাংলাদেশ থেকে। অনেকেই আমরা এই সম্পর্কে অবগত রয়েছে আবার অনেকেই এই সম্পর্কে অবগত নয়। এতদিন ধরে আমরা বুঝতে পারছিলাম না আসলে কবে রাশিয়াতে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে। অবশেষে বয়েসেলের বিজ্ঞপ্তি থেকে আজকে আমরা বুঝতে পারছি রাশিয়া কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য।

আপনারা যারা রাশিয়া কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চান। তাদের জন্য আজকের আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন বোয়েসেল থেকে আমরা কি তথ্য জানতে পেরেছে সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বোয়েসেলের মাধ্যমে রাশিয়ায় কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি

জরুরী ভিত্তিতে বোয়েসেলের মাধ্যমে রাশিয়াতে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ওভার সিরিজ এম্প্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেলের)। আজকের এই আর্টিকেল থেকে আপনারা যে সকল তথ্যগুলো জানতে পারবেন তা হল।

বোয়েসেলে মাধ্যমে রাশিয়া পুরুষ এবং মহিলা সকলে যেতে পারবে কিনা? কাজের সময়, কত বছর বয়সের প্রয়োজন হবে, কত সংখ্যক মানুষ নেবে বা কর্মী নেবে, কোন কোন পদে কর্মী নেবে, বেতন কেমন, এছাড়াও আর অন্যান্য তথ্য জানতে পারবেন। নিম্নে বিস্তারের ভাবে আলোচনা করা হলো।

বোয়েসেলের মাধ্যমে রাশিয়ায় কয়টি পদে কর্মী নিবে?

সাম্প্রতিক বিজ্ঞপ্তি থেকে আমরা জানতে পারি যে প্রায় ১৪ টি পদে কর্মী নেয়া হবে। বিভিন্ন পদে কর্মী বেতন বিভিন্ন রকম হবে এছাড়াও বিভিন্ন পদে বিভিন্ন রকম কর্মী নিয়ে থাকবে। কোনো পদে কর্মীর সংখ্যা বেশি থাকবে এবং কোনো পদে কর্মীর সংখ্যা কম থাকবে। যে সকল পদগুলোতে কর্মী নেওয়া হবে সেই সকল পদ গুলোর নাম নিচে উল্লেখ করা হলো।
  1. স্টোরকিপার (store keeper)
  2. গৃহপরিচারিকা - মহিলা (Hotel industry)
  3. কাপড় পরিষ্কারকারী - মহিলা (laundress / washing women hotel industry)
  4. সাধারণ কর্মী (general workers hotel industry)
  5. পরিচ্ছন্ন কর্মী - মহিলা (cleaning women hotel industry)
  6. লোডার গুদাম বিভাগ (loader in finished product warehouse)
  7. প্যাকেজিং পরিমাপক (flexible packaging scale man)
  8. শূকর খামার অপারেটর (pig farm operator)
  9. শস্য প্রক্রিয়াকরণ অপারেটর (grain processing operator)
  10. স্বল্প দক্ষ শ্রমিক শস্য উপাদান (semi skilled worker in green production)
  11. স্বল্পদক্ষ শ্রমিক চিনি শিল্প (semi skilled worker in sugar production)
  12. লোডার রেল বিভাগ (loader in a railway transport section)
  13. লোডার প্যাকেজিং বিভাগ (loader in a packaging section)
  14. সাধারণ / স্বল্প দক্ষ শ্রমিক (general Semi skilled workers)
উক্ত পদগুলোতে রাশিয়াতে কর্মী নিয়োগ দেওয়া হবে। আপনারা যারা রাশিয়াতে যেতে চান তারা এই সম্পর্কে বিস্তারিত জেনে রাখবেন। নিম্নে আরো বিষয়বস্তু উল্লেখ করা হলো।

রাশিয়ায় মোট কতজন কর্মী নিয়োগ দেয়া হবে

উক্ত বিজ্ঞপ্তি থেকে আমরা জানতে পারি যে রাশিয়াতে এবার মোট ১৮৪ জন কর্মী নিয়োগ দেয়া হবে। উপরে যে পদ গুলো উল্লেখ করেছি সেই সকল পদ গুলোতে কর্মী নেয়া হবে।

রাশিয়ায় কাজের বেতন কত

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাজের বেতন সম্পর্কে জানা। রাশিয়াতে উক্ত কাজগুলোতে যারা কাজ করতে যাবেন তাদের বেতন নিম্নে আলাদা আলাদা ভাবে আলোচনা করা হলো।

স্টোরকিপার (store keeper) কাজের বেতন কত

যারা স্টোরকিপার এর কাজ করার জন্য রাশিয়া যাবেন তাদের বেতন প্রতিমাসে ৫২০০ রুবেল। যা বাংলা টাকায় প্রায় ৫৭ হাজার টাকা।

গৃহপরিচারিকা - মহিলা (Hotel industry) কাজের বেতন কত

যারা গৃহপরিচারিকা এক কাজ করবেন তারা প্রতি মাসে ইনকাম করতে পারবেন ৬০০০ রুবেল। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৪ হাজার টাকা।

কাপড় পরিষ্কারকারী - মহিলা (laundress / washing women hotel industry) কাজের বেতন কত

কাপড় পরিষ্কারকারী পদে কাজ করবেন তারা প্রতি মাসে আয় করবেন ছয় হাজার রুবেল। যা বাংলাদেশি টাকায় ৬৪ হাজার।

সাধারণ কর্মী (general workers hotel industry) কাজের বেতন কত

যারা সাধারণ কর্মী হিসেবে কাজ করবে তারা ৪৪০০ রুবেল বেতন পাবেন। যা বাংলাদেশী মুদ্রায় হবে ৪৮ হাজার টাকা।

পরিচ্ছন্ন কর্মী - মহিলা (cleaning women hotel industry) কাজের বেতন কত

যারা এই পদ্ধতিতে কাজ করবেন তারাও ৪ হাজার ৪০০ রুবেল বেতন পাবেন। যেটা বাংলাদেশী মুদ্রায় ৪৮ হাজার টাকা।

লোডার গুদাম বিভাগ (loader in finished product warehouse) কাজের বেতন কত

যারা লোডার গুদাম বিভাগে কাজ করতে যাবেন বা কাজ করবেন তারা প্রতি মাসে আয় করবেন ৪৫০০ রুবেল। যা বাংলাদেশের মুদ্রায় ৫০ হাজার টাকা।

প্যাকেজিং পরিমাপক (flexible packaging scale man) কাজের বেতন কত

এছাড়াও যারা প্যাকেজিং পরিমাপক পদে কাজ করতে যাবেন তারা প্রতি মাসে আয় করবেন ৪৪০০ রুবেল। যেটা বাংলাদেশী মুদ্রায় ৪৮ হাজার টাকা।

শূকর খামার অপারেটর (pig farm operator) কাজের বেতন কত

যারা শূকর খামার অপারেটর বিভাগে কাজ করবেন তারা প্রতি মাসে আয় করবেন ৩৫০০ রুবেল। যেটা বাংলাদেশের প্রায় ৪০ হাজার টাকা।

শস্য প্রক্রিয়াকরণ অপারেটর (grain processing operator) কাজের বেতন কত

যারা শস্য প্রক্রিয়াকরণ অপারেটর পদগুলোতে কাজ করবেন। তারা প্রতি মাসে আয় করবেন ৩৩০০ রুবেল। যেটা বাংলাদেশি মুদ্রায় ৩৭ হাজার টাকা।

৯ থেকে ১৪ পদ গুলোর কাজের বেতন

এছাড়া ৯ থেকে ১৪ পর্যন্ত অর্থাৎ নয় থেকে ১৪ পর্যন্ত যে সকল পদগুলো রয়েছে এই সকল পদগুলোতে যারা কাজ করবে সকলেই ৩৩০০ রুবেল বেতন পাবেন। যেটা বাংলাদেশি মুদ্রায় ৩৭ হাজার টাকা।

রাশিয়ায় কোন পদে কত সংখ্যক কর্মী নেবে

রাশিয়ায় কোন পদে কত সংখ্যক কর্মী নেবে

এখানে ১৪ টি পদের কথা উল্লেখ করা রয়েছে। ১৪ টি পদে মোট ১৮৪ জন কর্মী নেওয়া হবে। বিভিন্ন পদে বিভিন্ন জন কর্মী নেওয়া হবে। বিস্তারিতভাবে নিম্নে উল্লেখ করা হলো কোন পদে কতজন কর্মী নেওয়া হবে।

স্টোরকিপার (store keeper) পদে কতজন কর্মী নেবেন

স্টোরকিপার পদে মোট কর্মী নিবেন ৬০ জন। সকল পদগুলোর মধ্যে সবচেয়ে বেশি কর্মী নেওয়া হবে স্টোর কিপার পদটিতে।

গৃহপরিচারিকা - মহিলা (Hotel industry)

গৃহপরিচারিকা পদে মোট মহিলা কর্মী নেবেন পাঁচজন। এখানে পুরুষ কর্মী নেওয়া হবে না।

কাপড় পরিষ্কারকারী - মহিলা (laundress / washing women hotel industry)

কাপড় পরিষ্কারকারী পরে কর্মী নেওয়া হবে দুইজন।

সাধারণ কর্মী (general workers hotel industry) পদে কতজন কর্মী নেবেন

সাধারণ কর্মী পদে তিনজন কর্মী নেওয়া হবে।

পরিচ্ছন্ন কর্মী - মহিলা (cleaning women hotel industry)

এই পদটিতে দুইজন কর্মী নেয়া হবে।

লোডার গুদাম বিভাগ (loader in finished product warehouse)

লোডার গুদাম বিভাগে ১৮ জন কর্মী নেওয়া হবে।

প্যাকেজিং পরিমাপক (flexible packaging scale man) পদে কতজন কর্মী নেবেন

প্যাকেজিং পরিমাপক পদে ১২ জন কর্মী নেওয়া হবে।

শূকর খামার অপারেটর (pig farm operator)

শূকর খামার অপারেটর পদে দশজন কর্মী নেয়া হবে।

শস্য প্রক্রিয়াকরণ অপারেটর (grain processing operator)

শস্য প্রক্রিয়াকরণ অপারেটর পরে ২২ জন কর্মী নেয়া হবে।

স্বল্প দক্ষ শ্রমিক শস্য উপাদান (semi skilled worker in green production) পদে কতজন কর্মী নেবেন

স্বল্প দক্ষ শ্রমিক শস্য উপাদান পদে ১৫ জন কর্মী নেয়া হবে।

স্বল্প দক্ষ শ্রমিক চিনি শিল্প (semi skilled worker in sugar production)

স্বল্প দক্ষ শ্রমিক চিনি শিল্প ১০ জন কর্মী নেওয়া হবে।

লোডার রেল বিভাগ (loader in a railway transport section) পদে কতজন কর্মী নেবেন

লোডার রেল বিভাগে চারজন কর্মী নেওয়া হবে।

লোডার প্যাকেজিং বিভাগ (loader in a packaging section)

লোডার প্যাকেজিং বিভাগে ১৬ জন কর্মী নেওয়া হবে।

সাধারণ / স্বল্প দক্ষ শ্রমিক (general Semi skilled workers)

এছাড়াও সাধারণ এবং স্বল্প দক্ষ শ্রমিক হিসেবে পাঁচজন কর্মী নেওয়া হবে।

রাশিয়ায় মোট কত ঘন্টা কাজ করতে হবে

  • উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রতিদিন ৮ থেকে ১২ ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে। তবে যারা ১ নং
  • পদে কাজ করার জন্য যাবেন তাদের বেসিক সময় আট ঘন্টা কাজ করতে হবে।
  • আর যারা দুই থেকে পাঁচ নং পদ গুলোতে কাজ করতে যাবেন তাদের ক্ষেত্রে প্রতিদিন ১২ ঘন্টা কাজ করতে হবে।
এছাড়াও যারা ৬ থেকে ১৪ নং পদে কাজ করতে যাবেন তাদের প্রতিদিন ৮ ঘন্টা করে কাজ করতে হবে।
আমরা উপরে সিরিয়াল ভাবে উল্লেখ করে দিয়েছে এক নাম্বার পদ কোনটা দুই নাম্বার পথ কোনটা ইত্যাদি। তার পাশে এক নাম্বার পদে কি কাজ দুই নাম্বার পদে কি কাজ এগুলো উল্লেখ করা রয়েছে। সেখান থেকে আপনারা পদগুলো দেখে নিতে পারেন।

রাশিয়া কর্মী নিয়োগে পুরুষ এবং মহিলা উভয়ই কি আবেদন করতে পারবে?

আমরা বিজ্ঞপ্তি থেকে দেখতে পাই যে এখানে পুরুষ এবং মহিলা উভয়ে কাজের জন্য আবেদন করতে পারবে। তবে আবেদন করার জন্য যে সকল যোগ্যতা গুলো প্রয়োজন হবে তা অবশ্যই পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

বোয়েসেলের মাধ্যমে রাশিয়ায় কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি

রাশিয়া কর্মী নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারেন

রাশিয়া কর্মী নিয়োগ বিজ্ঞপ্তিতে সকলে আবেদন করতে পারবে না। এখানে তারা যে সকল শর্তগুলি দিয়েছে সেগুলো পূরণ করতে পারবে যারা শুধুমাত্র তারা আবেদন করতে পারবে। এছাড়াও যারা আবেদন করবে তাদের বয়স ৩৫ বছরের নিচে হতে হবে। শর্ত বলে মানতে পারলে এবং ৩৫ বছরের নিচে বয়স হলে তারা আবেদন করতে পারবে।

রাশিয়া কর্মী নিয়োগ বিজ্ঞপ্তিতে কত বছর বয়সি মানুষ আবেদন করতে পারবেন

যাদের বয়স ১৮ বছরের বেশি এবং ৩৫ বছরের কম তারা এখানে বিভিন্ন পদে কাজ করার জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের আরও বেশ কিছু যোগ্যতার প্রয়োজন হবে যার নিম্নে উল্লেখ করা রয়েছে।

রাশিয়ার কর্মী নিয়োগে চাকরির শর্তাবলী

  • যারা এর জন্য আবেদন করবে তাদের অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। ইংরেজিতে কথোপকথন এ পারদর্শী হতে হবে।
  • চাকরির চুক্তি এক বছর নবায়নযোগ্য।
  • কাজের সময় প্রতিদিন ৮ থেকে ১২ ঘন্টা কাজ করতে হতে পারে এবং সপ্তাহে ছয় দিন। ওভারটাইম হবে কোম্পানির নিয়ম অনুযায়ী। এমনভাবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে।
  • প্রয়োজনীয় আইবাস পত্র, থাকা এবং কর্মস্থলে যাতায়াতের জন্য যে পরিবহন ব্যবস্থা রয়েছে সেগুলো কোম্পানি বহন করবে বা খরচ কোম্পানি বহন করবে।
  • বয়েসেলের মাধ্যমে রাশিয়াতে যে সকল কর্মী নেবে যারা এক নং পদের জন্য আবেদন করবে তাদের অবশ্যই স্নাতক পাশ হতে হবে।
  • আর ২ নং এবং ৫ নং পদ সমূহে কর্মদিবস কোম্পানি করতে খাবার সরবরাহ করা হবে।
  • এক এবং ছয় থেকে ১৪ নং পদসমূহে কর্মদিবসে কোম্পানি কর্তৃক দুপুরের খাবার সরবরাহ করা হবে।
  • এছাড়াও প্রাথমিক যে সকল চিকিৎসা রয়েছে সেগুলো কোম্পানি বহন করবে।
  • দুই থেকে পাঁচ পদ সমূহে যারা চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং চাকরি শেষে দেশে ফিরে আসা বিমান ভাড়া এগুলো কোম্পানি বহন করবে।
  • এক এবং ৬ থেকে ১৪ নং পদসমূহে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং চাকরি শেষে দেশে আসার বিমান ভাড়া নিয়োগ কারি কোম্পানি বহন করে থাকবে।
  • এছাড়াও আরো অন্যান্য শর্তাবলী রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

কমেন্ট

Previous Post Next Post