লাটভিয়া ওয়ার্ক পারমিট ভিসা | লাটভিয়া কাজের বেতন কত |

লাটভিয়া ওয়ার্ক পারমিট ভিসা | লাটভিয়া কাজের বেতন কত |

লাটভিয়া ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত তথ্য নিয়ে আজকের আর্টিকেল সাজানো হয়েছে। আপনারা যারা এই দেশটি সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকের আর্টিকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আর্টিকেল থেকে আপনারা এই দেশটি সম্পর্কে জানা-অজানা তথ্য জানতে পারবেন। যেগুলো আপনাদের সকলের জানা উচিত। তো চলুন লাটভিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

লাটভিয়া পরিচিতি

লাটভিয়া ইউরোপ মহাদেশের একটি দেশ। এই দেশটির আয়তন ৬৪৫৭৯ বর্গ কিলোমিটার। এই দেশটিতে জনসংখ্যা রয়েছে প্রায় ২ মিলিয়ন। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর রিগা। দেশটিতে সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয় লাটভিয়ান ভাষা। লাটভিয়া অর্থনৈতিক খাতগুলো হল কৃষি, শিল্প ইত্যাদি।

লাটভিয়া ওয়ার্ক পারমিট ভিসা

লাটভিয়া ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত তথ্য অনেকেই জানতে চান। আপনারা অনেকেই রয়েছেন যারা এই দেশটিতে কাজ করতে যাবেন বা যেতে চান। তাই আপনাদের এই দেশটি সম্পর্কে সামান্য তথ্য হলেও জানা দরকার। আজকের আর্টিকেল আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে যদি আপনি এই দেশটি সম্পর্কে জানতে চান। আজকের আলোচ্য বিষয় থেকে আপনারা যে সকল তথ্যগুলো জানতে পারবেন তা হল।

লাটভিয়া ভিসা প্রক্রিয়ার জন্য ভিসা ফি কত প্রয়োজন হয়, কাজের বেতন কত, সেখানে গিয়ে আপনারা কেমন ধরনের কাজ করবেন, কোন কাজগুলোর চাহিদা বেশি, কি কি ডকুমেন্টস প্রয়োজন হতে পারে, সেখানে মুদ্রার মান কেমন এছাড়াও আরো অন্যান্য তথ্য জানতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক সেই সকল তথ্যগুলো সম্পর্কে।

লাটভিয়া ভিসা ফি কত

আপনারা লাটভিয়া কাজের জন্য অনলাইনের মাধ্যমে সকল প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আপনারা যদি অনলাইনের মাধ্যমে সকল প্রক্রিয়ায় সম্পন্ন করতে চান সে ক্ষেত্রে আপনাদের ভিসা ফি এর প্রয়োজন হবে প্রায় ৬০ ইউরো। বিমান ভাড়া এবং অন্যান্য সকল খরচ আলাদা হবে। শুধুমাত্র ভিসা ফি এর জন্যই ৬০ ইউরো এর প্রয়োজন হবে।

লাটভিয়া কাজের বেতন কত

আপনারা অনেকেই রয়েছেন যারা লাটভিয়াতে কাজ করতে যাবেন অথবা বর্তমানে কাজ করছেন। অনেকেই জানতে চান লাটভিয়া কাজের বেতন কত সে সম্পর্কে। আপনারা যেহেতু অনেক অর্থ খরচ করে অন্য একটি দেশে অর্থ আয় করার জন্য যাচ্ছেন সুতরাং যাবার পূর্বে অবশ্যই আপনাদের এই বিষয়টি জানা উচিত।

লাটভিয়াতে কাজ করে আপনি সত্তর থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন প্রতিমাসে। অন্যান্য দেশের তুলনায় এখানে কাজ করে আপনারা বিশাল পরিমাণ অর্থ আয় করতে সক্ষম হবেন। এবং উন্নতমানের জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারবেন। আপনি যদি ভালো পরিমাণ অর্থ ইনকাম করতে চান তবে এই দেশে আসতে পারেন। আপনি যদি আরো ভালো পদে কাজ করেন সে ক্ষেত্রে আপনি দেড় লক্ষ টাকার উপরে প্রতি মাসে ইনকাম করতে পারবেন। উক্ত আলোচনা থেকে বুঝতে পারছেন লাটভিয়াতে কাজের বেতন কেমন হতে পারে সে সম্পর্কে।

লাটভিয়া যেতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়

লাটভিয়া যেতে বা লাটভিয়ার ভিসা পেতে আপনার বেশ কিছু কাগজপত্র এর প্রয়োজন হবে। যে সকল ডকুমেন্টস বা কাগজপত্র গুলো ছাড়া আপনি এদেশের ভিসা পাবেন না। ডকুমেন্টস এর ভুলের কারণে আমরা অনেক সময় ভিসা পায় না। যে কারণে ডকুমেন্টস এর দিকে আমাদের নজর দেওয়া উচিত। আমাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হতে পারে তা হলো।
  1. প্রথমত আপনার বৈধ পাসপোর্ট এর প্রয়োজন হবে।
  2. তারপর সে পাসপোর্ট এর মেয়াদ ছয় মাসের বেশি থাকতে হবে।
  3. এছাড়াও পাসপোর্টে সর্বনিম্ন দুইটি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে।
  4. এনআইডি কার্ড এবং জন্মনিবন্ধন এর প্রয়োজন হবে।
  5. পাসপোর্ট সাইজের রঙিন ছবি এর প্রয়োজন হবে।
  6. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
  7. ব্যাংক স্টেটমেন্ট
  8. করোনার টিকা কার্ড
  9. মেডিকেল রিপোর্ট
  10. ভিসা ফি প্রদানের রশিদ, ইত্যাদি।
  11. এই সকল ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে।

আরো জানতে ভিজিট করুন


লাটভিয়াতে বাঙালিরা কি কি কাজ করেন

লাটভিয়া গিয়ে বাঙালিরা অনেক ধরনের কাজ করেন। বিভিন্ন কাজের উপর নির্ভর করে বিভিন্ন রকম বেতন প্রদান করা হয়। তাই অবশ্যই আপনাদের জানা উচিত আপনি সেখানে গিয়ে কেমন ধরনের কাজ করবেন সেই সকল কাজ গুলো সম্পর্কে। বাঙালিরা লাটভিয়া গিয়ে যে সকল কাজকর্মগুলো করেন তা নিম্নে উল্লেখ করা হলোঃ-
  • নার্সারি
  • কনস্ট্রাকশন
  • হোটেল কর্মী
  • ড্রাইভিং
  • মেকানিক্যাল
  • ক্লিনার
  • ইলেকট্রনিক্স
  • কৃষি

লাটভিয়ায় কোন কোন কাজে চাহিদা বেশি

লাটভিয়া তে বিভিন্ন ধরনের কাজে রয়েছে। তবে সকল কাজের চাহিদা একরকম থাকে না। আপনাদের জানা উচিত কোন কোন কাজগুলোর চাহিদা বেশি থাকে। তাহলে আপনারা সেই কাজগুলো শিখে সেই দেশে যেতে পারবেন। তাতে করে আপনার কষ্ট কম হবে এবং অভিজ্ঞ হওয়ার কারণে বেতন বেশি পাবেন। লাটভিয়াতে যে সকল কাজগুলো চাহিদা বেশি তা হলঃ-
  • নার্সারি
  • ড্রাইভিং
  • হোটেল কর্মী
  • কনস্ট্রাকশন
  • মেকানিক্যাল
  • কৃষি
  • ইলেকট্রনিক্স
  • ক্লিনার

লাটভিয়া ওয়ার্ক পারমিট ভিসা | লাটভিয়া কাজের বেতন কত |

লাটভিয়া যেতে কত ঘন্টা সময় লাগে

বাংলাদেশ থেকে লাটভিয়া যেতে কত ঘন্টা সময় লাগে তা অনেকেরই জানা নেই। বাংলাদেশ থেকে লাটভিয়া প্রায় ছয় হাজার মাইল দূরে অবস্থিত। ফ্লাইট এর গতিবেগের উপর নির্ভর করে সময় নির্ধারণ হয়ে থাকে বা সময় লেগে থাকে। বাংলাদেশ থেকে সরাসরি লাটভিয়া যাওয়া যায় না যে কারণে সময় একটু বেশি লাগে। বাংলাদেশ থেকে আপনি যদি লাটভিয়া যেতে চান সে ক্ষেত্রে আপনার সময় লাগবে প্রায়ই ১৮ থেকে ১৯ ঘন্টা। বাংলাদেশ থেকে দুবাই বা ইস্তাম্বুল অতঃপর সেখান থেকে লাটভিয়া। এমনভাবে যেতে হবে।

লাটভিয়ার মুদ্রার মান কেমন

লাটভিয়ার মুদ্রার মান বাংলাদেশের মুদ্রার চেয়ে উন্নত। আপনারা যেহেতু লাটভিয়াতে কাজ করতে যাচ্ছেন বা যেতে চাচ্ছেন আপনাদের ছোটখাটো বিষয়গুলো জানা উচিত। লাটভিয়ার মুদ্রার নাম ইউরো। আর লাটভিয়ার এক ইউরো সমান বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৯ টাকা। তবে জেনে রাখা ভালো মুদ্রার মান পরিবর্তনশীল। সুতরাং সর্বসময় মুদ্রার মান একই রকম নাও থাকতে পারে। বর্তমান মুদ্রার মান সম্পর্কে গুগল থেকে জানতে পারবেন। যেকোনো সময় আপডেট তথ্য পেতে গুগলের সাহায্য নিতে পারেন।

FAQ

লাটভিয়া কোন মহাদেশে অবস্থিত?

উত্তরঃ- লাটভিয়া ইউরোপ মহাদেশ অবস্থিত।

লাটভিয়া রাজধানীর নাম কি?

উত্তরঃ- লাটভিয়া এর রাজধানীর নাম এবং বৃহত্তম নগরী রীগা।

লাটভিয়ার আয়তন কত?

উত্তরঃ- লাটভিয়ার আয়তন প্রায় ৬৪ হাজার ৫৮৯ বর্গ কিলোমিটার।

লাটভিয়ার মুদ্রার নাম কি?

উত্তরঃ- লাটভিয়ার মুদ্রার নাম ইউরো।

লাটভিয়া এক টাকা সমান বাংলাদেশের কত টাকা?

উত্তরঃ- লাটভিয়ার এক ইউরো সমান বাংলাদেশের মুদ্রায় প্রায় ১১৯ টাকা।
Next Post Previous Post
No Comment
Comment Here
comment url