ইউরোপের কোন দেশগুলোতে খুব সহজে ভিসা পাওয়া যায়

ইউরোপের কোন দেশগুলোতে খুব সহজে ভিসা পাওয়া যায়

ইউরোপের মধ্যে সকল দেশের ভিসা পাওয়া সহজ নয়। তবে কিছু কিছু দেশের অত্যন্ত সহজ। আজকের আর্টিকেলে মূলত আমরা আলোচনা করব ইউরোপের যে সকল দেশগুলোতে ভিসা পাওয়া অত্যন্ত সহজ সেই কয়েকটি দেশ সম্পর্কে। আজকে আমরা আপনাদের সঙ্গে ইউরোপের তিনটি দেশ নিয়ে আলোচনা করব যে তিনটি দেশে ভিসা পাওয়া অত্যন্ত সহজ।

এই দেশগুলো আপনার রিফিউজ করবে না। যদিও  রিফিউজ করে আপনি যদি এপ্লাই করেন তবে ৯০ পারসেন্ট ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এক্ষেত্রে আপনার সকল ডকুমেন্টগুলো অবশ্যই সঠিক থাকতে হবে। চলুন এই সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিই।

ইউরোপের কোন দেশগুলোতে খুব সহজে ভিসা পাওয়া যায়

ইউরোপের বেশ কিছু বেশ হয়েছে যে সকল দেশগুলোতে ভিসা পাওয়ার অত্যন্ত সহজ এমনই কয়েকটি দেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
  • এই দেশগুলোতে এপ্লাই করার সময় অবশ্যই আপনার ডকুমেন্টসগুলো অরজিনাল হতে হবে।
  • আপনি যে দেশে এপ্লাই করেছেন তাদেরকে কিছু রুলস থাকে সেই সকল রুলস গুলো যদি আপনি সঠিকভাবে এপ্লাই করেন তাহলে আপনি এ দেশগুলোতে ভিসা পাবেন।
  • যদি কোন সমস্যা থেকেও থাকে আর ইন্টারভিউ যদি তারা মনে করে আপনার ভিসাটি গ্রহণযোগ্য তবে তারা আপনাকে ভিসা দিয়ে দেবে।

ইউরোপের কোন ৩ টি দেশে সহজে ভিসা পাওয়া যায়

ইউরোপের এই তিনটি দেশে ভিসা পাওয়া অত্যন্ত সহজ সেই দেশগুলো সম্পর্কে আলোচনা করা হলো।

স্তোনিয়া

এদেশটির অনেক সুন্দর। এই দেশটিতে সহজে নাগরিকত্ব নেওয়া যায় এবং এখানে স্যালারি রেঞ্জ ও খুব ভালো। আপনি যখন এখানে পার্মানেন্ট হয়ে যাবেন আপনার পরিবার ও এখানে নিয়ে আসতে পারবেন। আপনারা অনেকেই অনেক দেশে যেতে চান হয়তো জানেন না এই স্থানীয়তে আপনি যদি আসার জন্য ভিসা এপ্লাই করেন তবে তারা সহজে আপনার ভিসা রিফিউজ করবে না। আপনার যদি সকল রকমের সঠিক থাকে তাহলে তারা আপনাকে ভিসা দিয়ে দিবে।

প্রথম অবস্থানে যদি তারা আপনাকে রিফিউজ করে তবে কেন রিফিউজ করলো সেটা খুঁজে বের করে পুনরায় সংশোধন করে এপ্লাই করবেন। তাতেও যদি রিফিউজ হয় তাহলে আপনারা রি এপ্লাই করবেন তাহলে দেখবেন আপনারা ভিসা পেয়ে যাবেন। সুতরাং আপনারা যারা বাইরে কাজ করতে অথবা পড়াশোনা করতে অথবা পার্মানেন্ট হয়ে উন্নত জীবন পরিচালনা করতে চান তারা এই দেশটিতে আসার জন্য ভিসা এপ্লাই করতে পারেন।

ফিনল্যান্ড

ওয়ার্ক পারমিট ভিসার দিক থেকে ফিনল্যান্ড দুই নাম্বারে থাকবে না কিন্তু যদি আপনি পড়াশোনা দিক থেকে ধরতে চান তাহলে ফিনল্যান্ড ২ নাম্বারে রয়েছে। সুতরাং আপনারা যারা পড়াশোনা করতে যেতে চান তারা ফিনল্যান্ডে আসার জন্য এপ্লাই করতে পারেন।

চেক রিপাবলিক বা চেক প্রজাতন্ত্র

আপনারা অনেকেই এই দেশ টি সম্পর্কে জানেন আবার অনেকেই এদেশটির নামও শোনেন নাই। এই দেশটিতে ভিসা দিলে রিফিউজের পরিমাণ খুবই কম হয়ে থাকে। এ দেশটিতে আপনারা যে কোন ক্যাটাগরির ভিসা নিয়ে এপ্লাই করলে খুব সহজেই ভিসা পাবা সম্ভাবনা থেকে যায়। যেমন, হতে পারে স্টুডেন্ট ভিসা, অথবা ওয়ার্ক পারমিট ভিসা, অথবা বিজনেস ভিসা এবং টুরিস্ট ভিসা।

ওপরে যে তিনটি দেশ সম্পর্কে উল্লেখ করেছি শুধুমাত্র এপ্লাই করলেই এই দেশগুলোতে ভিসা পাবেন এমন না। আপনার ভিসা রিফিউজ হতেই পারে তবে পরবর্তী সময়ে আবার আপিল করতে হবে। তাও যদি ভিসা না পান তবে রি আপিল করবেন তখন আপনার ভিসা পাবার সম্ভাবনা বেড়ে যাবে। তবে যে কারণে আপনাদের ভিসা রিফিউজ সেদিকে খেয়াল রাখতে হবে এবং সেগুলো সংশোধন করে পুনরায় আপিল এবং রি আপিল করতে হবে।

অনেক সময় দেখা যায় ভিসা রিফিউজ হলে আপনারা আর আপিল করেন না। কিন্তু আপনারা জানেন না যে আপিল করলে এবং রি আপিল এর মাধ্যমে ও ভিসা পাওয়া যায়। এমন অনেকে রয়েছেন যারা ভিসার জন্য এপ্লাই করেন রিফিউজ হন পরবর্তী সময়ে আর এপ্লাই করেন না। এমন হলে আপনারা ভিসা পাবেন না। ধৈর্য হারানো যাবে না। ধৈর্য না হারিয়ে পরবর্তীতে আবার আপিল এর রি আপিল করবেন তাহলে ভিসা পাবেন ইনশাআল্লাহ।

আরো জানতে ভিজিট করুন

Next Post Previous Post
No Comment
Comment Here
comment url