কোরবানির ঈদের শুভেচ্ছা (এসএমএস ক্যাপশন, স্ট্যাটাস, ছন্দ ২০২৩)
আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকের আমাদের আলোচ্য বিষয় কোরবানির ঈদের এসএমএস এর শুভেচ্ছা জানানো, বিভিন্ন ক্যাপশন, বিভিন্ন স্ট্যাটাস এবং ছন্দ নিয়ে। আমরা সকলেই ঈদের পূর্বে সবাইকে স্বাগতম জানাতে পছন্দ করি। আবার আমাদেরও অনেকেই শুভেচ্ছা জানাই।
কোরবানির ঈদের শুভেচ্ছা
কোরবানির ঈদ আর কিছুদিন পরে অনুষ্ঠিত হবে। আপনারা অনেকেই ইতিমধ্যেই ঈদের শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন রকম এসএমএস নির্বাচন করতে শুরু করেছেন। আবার অনেকেই ঈদের শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে।
আমরা ঈদের শুভেচ্ছা জানাতে এবং শুভেচ্ছা পেতে ভালবাসি। যে কারণেই আমরা ঈদের পূর্বে বন্ধু বান্ধবীদের শুভেচ্ছা জানাই বিভিন্ন রকম স্ট্যাটাসের মাধ্যমে। চলুন কোরবানির ঈদের জন্য আমরা কিভাবে শুভেচ্ছা জানাতে পারি সে সকল স্ট্যাটাস গুলো দেখে আসি।
কোরবানির ঈদ নিয়ে এসএমএস ক্যাপশন
কোরবানির ঈদ নিয়ে অনেক ক্যাপশন রয়েছে। আমরা আমাদের বন্ধু, বান্ধবী, বাবা, মা, ভাই, বোন, অন্যান্য আত্মীয়-স্বজনদের ঈদের শুভেচ্ছা জানাই বিভিন্ন শুভেচ্ছা মূলক এসএমএস এর মাধ্যমে। তেমনি কোরবানির ঈদের বেশ কিছু ক্যাপশন নিম্নে উল্লেখ করা হলো। যেগুলো দ্বারা আপনারা আপনাদের প্রিয়জনদেরকে শুভেচ্ছা জানাতে পারেন।
1. 💕শুভ রজনী শুভ দিন,
রাত পোহালে ঈদের দিন,
উপভোগ করবে সারাদিন, ঈদ পাবে না প্রতিদিন
দাওয়াত রইল ঈদের দিন
💕ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক💕
2. আপনাকে ও আপনার পরিবারের সকলের প্রতি রইল,
কোরবানির ঈদের শুভেচ্ছা সহ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা।
💕ঈদ মোবারক💕
3. বাঁকা চাঁদের হাসিতে দাওয়াত দিলাম আসিতে
💕ঈদ মোবারক💕
4. ঈদের পবিত্র দিনে আল্লাহ তোমাকে ত্যাগের সুন্দর ভজন দান করুন,
আল্লাহর নিয়ামত তোমার হৃদয় এবং পরিবার কে সুখী এবং আনন্দিত রাখো।
💕ঈদ মোবারক💕
5. ঈদের মত আনন্দময় হোক প্রতিটি দিন,
প্রতিটি ক্ষণ,
সুন্দর হোক তোমার রঙিন জীবন,
পূরণ হোক তোমার মনের সকল চাওয়া,
চিরকাল সুখি থেকো।
💕ঈদ মোবারক💕
কোরবানির ঈদ নিয়ে স্ট্যাটাস
6. দুঃখগুলো ভুলে গিয়ে ঈদের এই মহা খুশিতে মেতে উঠুক সকলের মন,
সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।
💕ঈদ মোবারক💕
7. নতুন সকাল নতুন দিন,
শুভ হোক ঈদের দিন,
নতুন রাত বাঁকা চাঁদ,
রঙিন হোক ঈদের রাত।💕ঈদ মোবারক💕 ২০২৩
8. আসছে ঈদ লাগছে ভালো,
আনন্দ গুলো সবাই ভাগ করে নিও।
সব সমস্যা ভুলে গিয়ে,
সবাইকে আপন করে নিও।
💕ঈদ মোবারক💕
9. মেঘলা আকাশ মেঘলা দিন,
ঈদের বাকি একদিন,
আসবে সবার খুশির দিন,
নতুন কাপড় কিনে নিন,
গরিব দুঃখীর খবর নিন,
দাওয়াত রইল ঈদের দিন।
💕ঈদ মোবারক💕
10. দেশ ও বিদেশের সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।
💕ঈদ মোবারক💕
কোরবানির ঈদ নিয়ে ছন্দ
11. ঈদের শুভেচ্ছা রাশি রাশি,
মন কে রেখো হাসিখুশি,
মাংস খেয়ো বেশি বেশি,😁
মিস করো না দুম্বা খাসি,
দাওয়াত রইলো আমার বাড়ি চলে এসো তাড়াতাড়ি।
💕ঈদ মোবারক💕
12. ঈদ মানে আকাশের নতুন রঙিন চাঁদ,
ঈদ মানে নতুন নতুন চাওয়া পাওয়ার স্বাদ,
ঈদ মানে মেহেদি রাঙা হাত,
ঈদ মানে আমার বাড়িতে তোমাদের সকলের দাওয়াত।
💕ঈদ মোবারক💕
13. চিঠি দিয়ে নয়,
ফুল দিয়ে নয়,
কার্ড দিয়ে নয়,
কল দিয়ে নয়,
মনের গহীন থেকে মিষ্টি এসএমএস দিয়ে জানাই,
সকলকে ঈদ মোবারক এর অগ্রিম শুভেচ্ছা।
💕ঈদ মোবারক💕
14. খুশির হাওয়া লাগল প্রাণে,
ঈদ চলে আসলো আমাদের মাঝে,
আমি তুমি সবাই মিলে,
ঈদ কাটাবো মনের আনন্দে।
💕ঈদ মোবারক💕
15. বন্ধু তুমি অনেক দূরে,
মনে পড়ে খুবই করে,
সুন্দর এই ঈদের খুশিতে,
তুমিও থাকো আনন্দ খুশিতে,
সব কষ্ট ভুলে গিয়ে আপনজনের হাসিতে।
💕ঈদ মোবারক💕
কোরবানির ঈদ নিয়ে মেসেজ ক্যাপশন
16. ঈদের দিনের রং লেগেছে মনের গভীরে,
তোমায় আমি রাঙিয়ে দেবো ঈদের খুশির দিনে।
💕ঈদ মোবারক💕
17. পুরনো সব কষ্ট ভুলে,
নতুন ঈদে নতুন করে,
থাকব সকলে মিলেমিশে।
💕ঈদ মোবারক💕
18. শুধু মুখে বলেই নয় দাওয়াত দিলাম হৃদয় থেকে,
ঈদের দিন আসবে সকলে,
আনন্দ করবো সবাই মিলে।
💕ঈদ মোবারক💕
19. মনের গহীন থেকে সকলকে জানাই,
💕ঈদ মোবারক💕
20. যেদিন দেখব ঈদের চাঁদ,
খুশি মনে কাটাবো রাত,
নতুন সাজে সাজবো সেদিন,
সেদিন হলো ঈদের দিন,
আনন্দে কাটাবো সারাদিন,
বন্ধু তোমায় দাওয়াত দিলাম ঈদের দিন।
💕ঈদ মোবারক💕
21. যেদিন দেখবো ঈদের চাঁদ,
খুশিতে আমরা আনন্দ করবো সারা রাত,
নতুন সাজে সাজবো সেদিন,
আনন্দে কাটাবো সারাটি দিন,
💕সবাইকে ঈদ মোবারক এর শুভেচ্ছা💕