রেডমি নতুন ফোন 2023
বর্তমান
সময়ে আমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকি। বিভিন্নজন বিভিন্ন কোম্পানির ফোন ব্যবহার করি। কারণ আমাদের সকলের পছন্দ এক রকম নয়
একেক জনের একেক রকম পছন্দ হওয়ার কারণে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ফোন ব্যবহার করি।
আজকে আমরা আপনাদের সঙ্গে রেডমি ফোন ২০২৩ সালে
যে সকল ফোন গুলো এসেছে তার মধ্যে কিছু সংখ্যক ফোন নিয়ে আলোচনা করব।
আমরা জানি রেডমি ফোন অনেক জনপ্রিয় আমাদের কাছে। জনপ্রিয় হয়ে ওঠার পেছনে রেডমি ফোনের বিশেষ কারণ রয়েছে। তারা কম দামের মধ্যে ভালো ফোন দিতে চেষ্টা করে। যে কারণে মানুষের মন জয় করে নিয়েছে রেডমি। ২০২৩ সালে redmi অনেক ফোন এসেছে বিভিন্ন প্রাইজ এর মধ্যে। রেডমি ফোন সংক্রান্ত বিস্তারিত আলোচনা নিচে উল্লেখ করা হলো।
রেডমি
মোবাইল দাম বাংলাদেশ ২০২৩
শুধু রেডমি নয় বিভিন্ন কোম্পানি রয়েছে যারা প্রতিবছর অনেক পরিমান ফোন বাজারে নিয়ে আসে। তেমনি রেডমি ও প্রতিবছর এর
মত ২০২৩ সালেও অনেক ফোন বাজারে ছেড়েছে। তবে সকল ফোনের মূল্য একরকম নয় এবং সকল ফোনের কনফিগারেশন ও এক নয়। ফোনের
কনফিগারেশন এর উপর নির্ভর
করে ফোনের মূল্য কম বেশি হয়।২০২৩ সালে রেডমি অনেক ফোন বাজারে নিয়ে এসেছে। ১০ হাজার থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত ফোন বাজারে ছাড়ছে রেডমি। বিভিন্ন কারণে ফোন গুলোর দাম বিভিন্ন রকম হয়ে থাকে। ২০২৩ সালের বেশ কয়েকটি ফোন এর মূল্য নাম সহ বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হলো।
শাওমি রেডমি নোট 11 / Xiaomi Redmi Note 11
বর্তমান সময়ে এই ফোনটি অনেক জনপ্রিয়। এই একই ফোনের মূল্য চার রকম রয়েছে। ফোনটির কিছু পরিবর্তনের কারণে দাম ও পরিবর্তন হয়েছে। ফোনটির বর্তমান বাজার মূল্য হল।- ৪ / ৬৪ জিবি এর মূল্য নির্ধারণ
করা হয়েছে ২০,৫৯৯ টাকা।
- ৪ / ১২৮ জিবি এর
মূল্য নির্ধারণ করা হয়েছে ২১,৪৯৯ টাকা।
- ৬ / ১২৮ জিবি এর
মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩,৪৯৯ টাকা।
- ৮ / ১২৮ জিবি এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪,৪৯৯ টাকা।
শাওমি
রেডমি নোট ১১ সম্পর্কে
গুরুত্বপূর্ণ কিছু তথ্য
ফোনটিতে
নেটওয়ার্ক সিস্টেম রয়েছে 2g, 3g, 4g। ফোনটিতে দুইটি
সিম ব্যবহার করতে পারবেন। ফোনটিকে
প্রটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস থ্রি।
ফোনটিতে প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছে। ফোনটির ওজন ১৮৯ গ্রাম। ফোনটির ডিসপ্লে সাইজ
৬.৪৩ ইঞ্চি।
ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ফুল
এইচডি প্লাস ১৮০ * ১২৪০০ পিক্সেল (৪০৯ পিপিআই)।ফোনটিতে অ্যামোলেড ট্রাস্ট স্ক্রিন ব্যবহার করা হয়েছে। ফোনটির ব্যাক বা পেছন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ৫০+৮+২+২ মেগাপিক্সেল এবং ফোনটির সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেল। ফোনটিতে ফুল এইচডি (১০৮০পি) রেজুলেশনের ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার ৫০০০ mAh ব্যাটারি।
ফোনটি দ্রুত চার্জ দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে ৩৩ওয়াট ফার্স্ট চার্জিং। মাত্র ৬০ মিনিটে এই ফোনটি ১০০% চার্জ করতে সক্ষম। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে এন্ড্রয়েড ১১ (এম আই ইউ আই ১৩)। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ - ৪জি(৬এনএম)। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট ফেস লক এর সুবিধা ও রয়েছে।
শাওমি রেডমি নোট 11 এস / Xiaomi Redmi Note 11S
বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি ফোন শাওমি রেডমি নোট ১১ এস। এই ফোনটি বর্তমানে দুই রকম মূল্যে পাওয়া যাচ্ছে। ফোনটির বর্তমান বাজার মূল্য হলঃ- ৬ / ১২৮ জিবি ২৭,৯৯৯ টাকা।৮ / ১২৮ জিবি ২৯,৯৯৯ টাকা।
শাওমি
রেডমি নোট 11 এস সম্পর্কে
গুরুত্বপূর্ণ কিছু তথ্য
ফোনটিতে
নেটওয়ার্ক সিস্টেম রয়েছে 2g, 3g, 4g। ফোনটিকে প্রটেকশন
দিচ্ছে কর্নিং গরিলা
গ্লাস থ্রি। ফোনটির ওজন ১৭৯ গ্রাম। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৪৩ ইঞ্চি
ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে ফুল এইচডি প্লাস এক ১০৮০ * ২৪০০
পিক্সেল (৪০৯ পিপিআই)। ফোনটিতে
৯০ হার্জ
রিফ্রেশ রেট রয়েছে।ফোনটির ব্যাক ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ১০৮+৮+২+২ মেগাপিকেল এবং ফোনটির সামনে রয়েছে 16 মেগাপিক্সেল। ফোনটিতে আপনি সর্বোচ্চ ১০৮০ পিক্সেল এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে এবং ৫০০০ মিলি আম্পিয়ার ব্যাটারী।
এই বিশাল ব্যাটারি চার্জ হতে মাত্র ৫৮ মিনিট সময় লাগবে। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে Android 11 (MIUI 13)। ফোনটিতে চিপসের হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি ৯৬ (12nm)। যেটা অনেক শক্তিশালী একটি চিপসেট।
শাওমি রেডমি নোট 12 / Xiaomi Redmi Note 12
এই ফোনটি রিলিজ হয়েছে ২০২৩ সালের জানুয়ারি মাসের ১১ তারিখে। কোনটি তিনটি ভেরিয়েন্টে বাজারে এসেছে। ফোনটির বর্তমান প্রাইজ মূল্য নিচে উল্লেখ করা হলো।- ৪ / ১২৮ জিবি এর দাম ২৪৯৯৯
টাকা।
- ৬ / ১২৮ জিবি এর দাম ২৫,৫০০ টাকা।
- ৮ / ১২৮ জিবি এর দাম ২৭,৫০০ টাকা।
শাওমি
রেডমি নোট 12 সম্পর্কে গুরুত্বপূর্ণ
কিছু তথ্য
এই ফোনটি ফাইভ-জি সাপোর্টড। ফোনটিতে
ডিসপ্লে টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে স্যামসাং অ্যামুলেট
ক্যাফেক্টিভ ট্রাস স্ক্রিন। ডিসপ্লে সাইজ ৬.৬৭ ইঞ্চি।
ডিসপ্লে রেজুলেশন ১৮০ * ২৪০০ পিক্সেল। ফোনটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৪৮ মেগাপিক্সেল + ৮
মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল।সামনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেল। ফোনটিতে সেট হিসেবে থাকছে Qualcomm SM4375 Snapdragon 4 Gen 1 (6 nm)। ফোনটিতে রয়েছে ৫০০০ মিলিএম্পিয়ার এর ব্যাটারি। ফোনটিতে চার্জ হবার জন্য ব্যবহার করা হয়েছে 33 ওয়াট ফাস্ট চার্জিং। ফোনটির অপারেটিং সিস্টেম Android 12, MIUI 13।
বাংলাদেশে
শাওমি মোবাইলের দাম কত
আমাদের অনেকেরই পছন্দের ফোন শাওমি। আমরা অনেকেই জানি আবার অনেকেই জানিনা যে রেডমি শাওমি
এবং poco একই কোম্পানির ফোন। শাওমি
ফোনগুলো অনেক ভালো সার্ভিস প্রদান করে থাকে গ্রাহকদের। যে কারণে গ্রাহকদের
মন জয় করে নিয়েছে এই ফোন। প্রতিবছরের
মতো এবারও ২০২৩
সালে xiaomi ফোন বাজারে এসেছে।বিভিন্ন
ফোনের দাম বিভিন্ন রকম হয়ে থাকে। বিভিন্ন
রকম কারণে দাম বিভিন্ন রকম হয়ে থাকে। ৮-৯ হাজার
থেকে শুরু করে শাওমি ফোনের মূল্য লক্ষ্য টাকার ওপরে রয়েছে। বর্তমান সময়ে যে সকল শাওমি
ফোনগুলো খুব বেশি চলছে সেই সকল ফোন গুলার মধ্যে থেকে কিছু ফোন নিয়ে নিচে তুলে ধরা হলো।
শাওমি রেডমি নোট ৯ / Xiaomi Redmi Note 9
এই ফোনটির বাজার মূল্য বর্তমান বাজারে তিন রকম রয়েছে। যেমন,- ৪
/ ১২৮ জিবি এর ক্ষেত্রে ১৮,৯৯৯ টাকা।
- ৪
/ ১২৮ জিবি এর ক্ষেত্রে ১৯,৯৯৯ টাকা।
- ৬ / ১২৮ জিবি এর ক্ষেত্রে ২১,৯৯৯ টাকা।
ফোনটির ডিসপ্লে ৬.৫৩ ইঞ্চি। মেইন ব্যাক ক্যামেরা ৪৮+৮+২+২ মেগাপিক্সেল এবং সামনের ক্যামেরা 13 মেগাপিক্সেল। কোনটিতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আই পি এস এলসিডি টাচ স্ক্রিন। ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি ৮৫ চিপসেট ব্যবহার করা হয়েছে।
শাওমি রেডমি ১০ সি / Xiaomi Redmi 10C
- ৪ / ৬৪ জিবি ১৪,৯৯৯ টাকা।
- ৪ / ১২৮ জিবি ১৬,৪৯৯ টাকা।
১০
হাজার টাকার মধ্যে শাওমি মোবাইল
দশ হাজার টাকার
মধ্যে শাওমি অসংখ্য ফোন রয়েছে। যে সকল ফোনগুলো
আপনি প্রাথমিক অবস্থায় ব্যবহার করতে পারেন। ফোনগুলো তুলনামূলকভাবে দামের দিক থেকে সঠিক রয়েছে। ১০০০০ টাকার মধ্যে শাওমি বেশ
কয়েকটি মোবাইলের নাম এবং দাম নিচে উল্লেখ করা হলো।শাওমি রেডমি এ ওয়ান প্লাস / Xiaomi Redmi A1+
এই ফোনটির বর্তমান বাজার মূল্য ১১,৯৯৯ টাকা। ৩ / ৩২ জিবি এর ক্ষেত্রে।ফোনটি ২০২২ সালে ২৩ শে সেপ্টেম্বর রিলিজ করা হয়েছে।
শাওমি রেডমি এ ওয়ান / Xiaomi Redmi A1
এই ফোনটির মূল্য ৯৯৯ টাকা। ২ / ৩২ জিবি এক্ষেত্রে। ফোনটি ২০২২ সালে ৯ সেপ্টেম্বর বাজারে এসেছে।শাওমি রেডমি টেন এ / Xiaomi Redmi 10A
এই ফোনটির বাজার মূল্য দুই রকম রয়েছে।- ২
/ ৩২ জিবি এর ক্ষেত্রে ১০
হাজার ৪৯৯ টাকা।
- ৪ / ৬৪ জিবি এর ক্ষেত্রে ১২ হাজার ৯৯৯ টাকা।
আরো জানতে ভিজিট করুন
ক্যাটেগরিঃ
Technology