
১৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ টি ফোন
১৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ টি স্মার্ট ফোন নিয়ে আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা অনেকেই রয়েছেন যারা ১৫ হাজার টাকার মধ্যে ফোন কিনতে চান কিন্তু আপনারা জানেন না কোন ফোনগুলো এমন দামের মধ্যে পারফেক্ট। যে কারণে আপনারা অনেকেই ইউটিউব অথবা গুগলের সার্চ দিয়ে জানতে চান ১৫০০০ টাকার মধ্যে সবচেয়ে ভালো কিছু স্মার্টফোন সম্পর্কে।আজকের আমাদের এই কনটেন্টটি পুরো সাজানো হয়েছে ২০২৩ সালের ১৫০০০ টাকার মধ্যে সেরা দশটি স্মার্টফোন নিয়ে। আশা করি আপনারা আমাদের কন্টাক্ট থেকে ১৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ টি স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং উপকৃত হবেন।
.jpg)
Realme Narzo 50A Prime Full Specifications
রিয়েলমি নার্য ৫০এ প্রাইম
Realme Narzo 50A Prime এই ফোনটি সম্পর্কে সকল তথ্য আপনাদের কাছে তুলে ধরব। যাতে ফোন সম্পর্কে আপনাদের জানতে এবং বুঝতে সুবিধা হয়। এখান থেকে আপনারা এই ফোনটা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
- Realme এই ফোনটি ২০২২ সালের মার্চ মাসের ২২ তারিখে সর্বপ্রথম রিলিজ করা হয়।
- কোনটি দুই রকম কালারের আপনারা পেয়ে যাবেন। প্রথমত ব্লাক এবং দ্বিতীয়ত ব্লু।
কানেক্টিভিটি বা সংযোগ ব্যবস্থা
- ফোনটিতে টুজি থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে।
- ফোনটিতে দুইটি সিম ব্যবহার করতে পারবেন।
- ফোনটিতে আপনারা wi-fi, ব্লুটুথ, জিপিএস, হটস্পট, রেডিও, ইউএসবি, ওটিজি, এনএফসি ব্যবহার করতে পারবেন।
বডি
- বডিতে মিনিমাল নস ব্যবহার করা হয়েছে।
- ফোনটিতে গ্লাস ফ্রন্ট এবং প্লাস্টিক বডি রয়েছে।
- ডিমিনেশন ১৬৪.৪ * ৭৫.৬ * ৮.১ মিলিমিটার রয়েছে।
- ফোনটির ওজন ১৮৯ গ্রাম।
ডিসপ্লে
- রিয়েল মি এ ফোনটিতে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
- রেজুলেশন ফুল এইচডি+ ১০৮০ * ২৪০৮ এক্সেল (৪০০পিপি আই)
- টেকনোলজি হিসেবে রয়েছে আইপিএস এলসিডি টাচ স্কিন।
ব্যাক ক্যামেরা
- ফোনটির পেছনের দিকে তিনটা ক্যামেরা রয়েছে। 50 + ২ + 0.3 মেগাপিক্সেল।
- পিছনের ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ড করা সম্ভব।
ফ্রন্ট ক্যামেরা
- সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।
- এই ক্যামেরার মাধ্যমে আপনারা এইচডি ৭২০ পিক্সেল এর ভিডিও রেকর্ড করতে পারবেন।
ব্যাটারি
- ফোনটির ব্যাটারীতে লিথিয়াম পলিমার ৫০০০ আম্পিয়ার ব্যাটারি যোগ করা হয়েছে।
- এই বিশাল ব্যাটারি চার্জ হওয়ার জন্য ১৮ ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে।
পারফরম্যান্স/কার্যক্ষমতা
- ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে android 11 (realme ui 2.0)
- এটিতে চিপসেট হিসেবে রয়েছে ইউনিসেফ টাইগার টি ৬১২ (12nm)
- র্যাম হিসেবে রয়েছে ৪ জিবি।
- প্রসেসর হিসেবে রয়েছে অক্ট্যাকর ১.৮ গিগা হার্জ।
অন্যান্য সুবিধা
- লাউড স্পিকার এর ব্যবস্থা রয়েছে।
- ফোনটিতে সাইড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে।
- ফেস আনলক রয়েছে।
- ফোনটি মেড ইন বাংলাদেশ।
.jpg)
Infinix Hot 11S Full Specifications
ইনফিনিক্স হট ১১এস
Infinix Hot 11S সম্পর্কে বিস্তারিত তথ্য এখন আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। এই আলোচনা থেকে আপনারা জানতে পারবেন ইনফিনিক্স এই ফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য। চলুন জেনে নেওয়া যাক।
- Infinix Hot 11S এই ফোনটি ২০২১ সালের ২১ শে সেপ্টেম্বর তারিখে সর্বপ্রথম রিলিজ করা হয়।
- কোনটি ৩ রকম কালারের আপনারা পেয়ে যাবেন। প্রথমত ব্লাক এবং দ্বিতীয়ত গ্রীন এবং আরেকটি পারপ্লি।
কানেক্টিভিটি বা সংযোগ ব্যবস্থা
- ফোনটিতে টুজি থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে।
- ফোনটিতে দুইটি সিম ব্যবহার করতে পারবেন।
- ফোনটিতে আপনারা wi-fi, ব্লুটুথ, জিপিএস, হটস্পট, রেডিও, ইউএসবি, ওটিজি, এনএফসি ব্যবহার করতে পারবেন।
বডি
- বডিতে মিনিমাল নস ব্যবহার করা হয়েছে।
- ফোনটিতে গ্লাস ফ্রন্ট এবং প্লাস্টিক বডি রয়েছে।
- ডিমিনেশন ১৬৪.৯ * ৭৭ * ৮.৮ মিলিমিটার রয়েছে।
- ফোনটির ওজন ২০৫ গ্রাম।
ডিসপ্লে
- রিয়েল মি এ ফোনটিতে ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
- রেজুলেশন ফুল এইচডি+ ১০৮০ * ২৪০৮ এক্সেল (৩৯৯ পিপি আই)
- টেকনোলজি হিসেবে রয়েছে আইপিএস এলসিডি টাচ স্কিন।
- এই ফোনটিকে প্রটেকশন দিচ্ছে NEG Dinorex T2X-1
ব্যাক ক্যামেরা
- ফোনটির পেছনের দিকে তিনটা ক্যামেরা রয়েছে। 50 + ২ + ২ মেগাপিক্সেল।
- পিছনের ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ড করা সম্ভব।
ফ্রন্ট ক্যামেরা
- সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।
- এই ক্যামেরার মাধ্যমে আপনারা এইচডি ১৪৪০ পিক্সেল এর ভিডিও রেকর্ড করতে পারবেন।
ব্যাটারি
- ফোনটির ব্যাটারীতে লিথিয়াম পলিমার ৫০০০ আম্পিয়ার ব্যাটারি যোগ করা হয়েছে।
- এই বিশাল ব্যাটারি চার্জ হওয়ার জন্য ১৮ ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে।
পারফরম্যান্স/কার্যক্ষমতা
- ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে android 11 (XOS 7.6)
- এটিতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি ৮৮ (12nm)
- র্যাম হিসেবে রয়েছে ৪/৬ জিবি।
- প্রসেসর হিসেবে রয়েছে অক্ট্যাকর ২.০ গিগা হার্জ।
- রোম ১২৮ জিবি।
অন্যান্য সুবিধা
- লাউড স্পিকার এর ব্যবস্থা রয়েছে।
- ফোনটিতে সাইড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে।
- ফেস আনলক রয়েছে।
.jpg)
Xiaomi Redmi 10C Full Specifications
শাওমি রেডমি টেন সি
শাওমি রেডমি টেন সি ফোনটি অনেকের কাছেই জনপ্রিয়। যে কারণে অনেকেই ফোনটি কিনতে আগ্রহ প্রকাশ করেন। কিনার পূর্বে আপনারা এই ফোন সম্পর্কে জানতে চান। যে কারণেই মূলত আমরা এই ফোন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছি।
- Xiaomi Redmi 10C এই ফোনটি 23 শে মার্চ ২০২২ সালে সর্বপ্রথম রিলিজ করা হয়।
- কোনটি ৩ রকম কালারের আপনারা পেয়ে যাবেন। প্রথমত গ্রাফিট গ্রে এবং দ্বিতীয়ত ওশিয়ান ব্লু এবং আরেকটি মিন্ট গ্রিন।
কানেক্টিভিটি বা সংযোগ ব্যবস্থা
- ফোনটিতে টুজি থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে।
- ফোনটিতে দুইটি সিম ব্যবহার করতে পারবেন।
- ফোনটিতে আপনারা wi-fi, ব্লুটুথ, জিপিএস, হটস্পট, রেডিও, ইউএসবি, ওটিজি, এনএফসি ব্যবহার করতে পারবেন।
বডি
- বডিতে মিনিমাল নস ব্যবহার করা হয়েছে।
- ফোনটিতে কর্নিং গরিলা গ্লাস ফ্রন্ট এবং প্লাস্টিক বডি রয়েছে।
- ডিমিনেশন ১৬৯.৬ * ৭৬.৬ * ৮.৩ মিলিমিটার রয়েছে।
- ফোনটির ওজন ১৯০ গ্রাম।
ডিসপ্লে
- রিয়েল মি এ ফোনটিতে ৬.৭১ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
- রেজুলেশন ফুল এইচডি+ ৭২০ * ১৬২০ এক্সেল (২৬৮ পিপি আই)
- টেকনোলজি হিসেবে রয়েছে আইপিএস এলসিডি টাচ স্কিন।
- এই ফোনটিকে প্রটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস।
ব্যাক ক্যামেরা
- ফোনটির পেছনের দিকে ২ টা ক্যামেরা রয়েছে। 50 + ২ মেগাপিক্সেল।
- পিছনের ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ড করা সম্ভব।
ফ্রন্ট ক্যামেরা
- সামনের ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।
- এই ক্যামেরার মাধ্যমে আপনারা এইচডি ১০৮০ পিক্সেল এর ভিডিও রেকর্ড করতে পারবেন।
ব্যাটারি
- ফোনটির ব্যাটারীতে লিথিয়াম পলিমার ৫০০০ আম্পিয়ার ব্যাটারি যোগ করা হয়েছে।
- এই বিশাল ব্যাটারি চার্জ হওয়ার জন্য ১৮ ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে।
পারফরম্যান্স/কার্যক্ষমতা
- ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে android 11 (MIUI 13)
- এটিতে চিপসেট হিসেবে রয়েছে কোয়ালকম স্নাপ ড্রাগন ৬৮০ (6 nm)
- র্যাম হিসেবে রয়েছে ৪/৬ জিবি।
- প্রসেসর হিসেবে রয়েছে অক্ট্যাকর ২.৪ গিগা হার্জ।
- রোম ৬৪/১২৮ জিবি।
অন্যান্য সুবিধা
- লাউড স্পিকার এর ব্যবস্থা রয়েছে।
- ফিঙ্গারপ্রিন্ট রয়েছে।
- ফেস আনলক রয়েছে।
- মেড ইন বাংলাদেশ।
.jpg)
Xiaomi Redmi 10 Full Specifications
শাওমি রেডমি ১০
শাওমি রেডমি টেন ফোনটি অনেকের কাছেই জনপ্রিয়। যে কারণে অনেকেই ফোনটি কিনতে আগ্রহ প্রকাশ করেন। যে কারণেই মূলত আমরা এই ফোন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছি। চলুন জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।
- Xiaomi Redmi 10 এই ফোনটি ১৬ ই ফেব্রুয়ারি ২০২২ সালে সর্বপ্রথম রিলিজ করা হয়।
- কোনটি ২ রকম কালারের আপনারা পেয়ে যাবেন। কার্বন গ্রে এবং সে ব্লু।
কানেক্টিভিটি বা সংযোগ ব্যবস্থা
- ফোনটিতে টুজি থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে।
- ফোনটিতে দুইটি সিম ব্যবহার করতে পারবেন।
- ফোনটিতে আপনারা wi-fi, ব্লুটুথ, জিপিএস, হটস্পট, রেডিও, ইউএসবি, ওটিজি, এনএফসি ব্যবহার করতে পারবেন।
বডি
- বডিতে মিনিমাল নস ব্যবহার করা হয়েছে।
- ফোনটিতে কর্নিং গরিলা গ্লাস ৩ ফ্রন্ট এবং প্লাস্টিক বডি রয়েছে।
- ডিমিনেশন ১৬২ * ৭৫.৫ * ৮.৯ মিলিমিটার রয়েছে।
- ফোনটির ওজন ১৮১ গ্রাম।
ডিসপ্লে
- রিয়েল মি এ ফোনটিতে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
- রেজুলেশন ফুল এইচডি+ ১০৮০ * ২৪০০ এক্সেল (৪০৫ পিপি আই)
- টেকনোলজি হিসেবে রয়েছে আইপিএস এলসিডি টাচ স্কিন।
- এই ফোনটিকে প্রটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস ৩।
ব্যাক ক্যামেরা
- ফোনটির পেছনের দিকে ৪ টা ক্যামেরা রয়েছে। ৫০ +৮+ ২+২ মেগাপিক্সেল।
- পিছনের ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ড করা সম্ভব।
ফ্রন্ট ক্যামেরা
- সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।
- এই ক্যামেরার মাধ্যমে আপনারা এইচডি ১০৮০ পিক্সেল এর ভিডিও রেকর্ড করতে পারবেন।
ব্যাটারি
- ফোনটির ব্যাটারীতে লিথিয়াম পলিমার ৫০০০ আম্পিয়ার ব্যাটারি যোগ করা হয়েছে।
- এই বিশাল ব্যাটারি চার্জ হওয়ার জন্য ১৮ ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে।
পারফরম্যান্স/কার্যক্ষমতা
- ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে android 11 (MIUI 12.5)
- এটিতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলিও জি ৮৮ (12 nm)
- র্যাম হিসেবে রয়েছে ৪/৬ জিবি।
- প্রসেসর হিসেবে রয়েছে অক্ট্যাকর ২.৪ গিগা হার্জ।
- রোম ৬৪/১২৮ জিবি।
- ৯০ হার রিফ্রেশের হাড় রয়েছে।
অন্যান্য সুবিধা
- লাউড স্পিকার এর ব্যবস্থা রয়েছে।
- ফিঙ্গারপ্রিন্ট রয়েছে।
- ফেস আনলক রয়েছে।
- মেড ইন বাংলাদেশ।
.jpg)
Tecno Spark 10 Pro Full Specifications
টেকনো ইস্পারক ১০ প্রো
টেকনো স্পার্ক ১০ প্রো সম্পর্কে সকল তথ্য নিচে উল্লেখ করা হলো। এখান থেকে আপনারা এই ফোন সম্পর্কে বিস্তারিত ভাবে সকল বিষয় জানতে পারবেন।- এই ফোনটি মার্চ মাসের ২০২৩ সালে সর্বপ্রথম রিলিজ করা হয়।
- ফোনটির কালার কালো এবং সাদা দুই রঙের রয়েছে।
সংযোগ ব্যবস্থা
- ফোনটিতে টুজি থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে।
- ফোনটিতে দুইটি সিম ব্যবহার করতে পারবেন।
- ফোনটিতে আপনারা wi-fi, ব্লুটুথ, জিপিএস, রেডিও, ইউএসবি, ওটিজি, এনএফসি ব্যবহার করতে পারবেন।
বডি
- ফোনটিতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বডি এবং গ্লাস ফ্রম।
- ফোনটিতে ১৬৮.৪ * ৭৬.২ * ৮.৪ মিলিমিটার ডিমিনেশন রয়েছে।
- ফোনটির ওজন ২০৮ গ্রাম।
ডিসপ্লে
- ফোনটিতে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
- ফোনটির ডিসপ্লে তে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। যেখানে ১০৮০ থেকে ২৪৬০ পিক্সেল (৩৯৫ পি পি আই) রয়েছে।
- ফোনটিতে আইপিএস এলসিডি ট্রস স্কিন ব্যবহার করা হয়েছে।
- ফোনটিতে ৯০ হার্ড রিফ্রেশেন্ট রেট ব্যবহার করা হয়েছে।
ব্যাক ক্যামেরা
- পেছনের দিকে তিনটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মূল ক্যামেরা ৫০ মেগাপিক্সেল।
- পেছনের ক্যামেরা দিয়ে ১০৮০ পিজ্জেল এর ভিডিও রেকর্ড করা যাবে।
ফ্রন্ট ক্যামেরা
- সামনের ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে ৩২ মেগাপিক্সেল।
- ডুয়েল এলইডি ফ্ল্যাশ রয়েছে।
- সামনেকার ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেল ভিডিও রেকর্ড করা সম্ভব।
ব্যাটারি
- ফোনটিতে ৫০০০ এম্পিয়ার এর ব্যাটারি দেওয়া হয়েছে।
- ব্যাটারিকে চার্জ করতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে।
পারফরম্যান্স/কার্যক্ষমতা
- ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে android 13 (hios 12.6)
- ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলিও জি ৮৮ (12nm)
- ফোনটিতে র্যাম হিসেবে রয়েছে ৪ জিবি ও ৮ জিবি।
- অক্টাকোর আপ টু ২ গিগাহার্জ প্রসেসর রয়েছে।
- জি পি ইউ হিসেবে রয়েছে মেইল জি ৫২ এম সি ২।
অন্যান্য সুবিধা
- লাউড স্পিকার এর ব্যবস্থা রয়েছে।
- ফোনটিতে সাইড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে।
- ফেস আনলক রয়েছে।
- ফোনটি মেড ইন বাংলাদেশ।
ক্যাটেগরিঃ
Technology